39502

08/02/2025 এপস্টেইন আমার রিসোর্ট থেকে যুবতি কর্মীদের চুরি করতেন: ট্রাম্প

এপস্টেইন আমার রিসোর্ট থেকে যুবতি কর্মীদের চুরি করতেন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জুলাই ২০২৫ ১০:৫৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি এপস্টেইন মার-এ-লাগো রিসোর্টের স্পা থেকে তার অধীনস্থ যুবতি কর্মীদের চুরি করে নেওয়ার পরই তিনি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

স্কটল্যান্ড সফর শেষে দেশে ফেরার পথে প্রেসিডেন্ট ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, সে লোকজনকে নিয়ে যেত, আমি বলতাম ‘আর করো না’, কারণ ওরা আমার অধীনে কাজ করত। এরপরও সে আরও কয়েক জনকে নিয়ে যায়। তখনই তার সঙ্গে সম্পর্ক শেষ হয়।

এই কর্মীরা যুবতি ছিলেন কি না এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘উত্তর হচ্ছে হ্যাঁ’। তিনি জানান, তারা সবাই মার-এ-লাগোর স্পা থেকে নিয়োগপ্রাপ্ত ছিলেন। তাদের একজন ছিলেন ভার্জিনিয়া জিউফ্রে, যিনি ২০০০ সালের গ্রীষ্মে মাত্র ১৬ বছর বয়সে রিসোর্টটিতে কাজ শুরু করেন।

২০১৯ সালে আদালতে প্রকাশিত নথি অনুসারে, জিউফ্রে অভিযোগ করেন, গিলেন ম্যাক্সওয়েল তাকে নিয়োগ দেন এপস্টেইনকে ম্যাসাজ দেওয়ার জন্য, যা পরবর্তী সময়ে যৌন নিপীড়নের দিকে গড়ায়।

তিনি প্রিন্স অ্যান্ড্রু এবং এপস্টেইনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন, যদিও উভয়েই তা অস্বীকার করেছেন। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় জিউফ্রে আত্মহত্যা করেন। এটি ট্রাম্পের সর্বশেষ মন্তব্য, যেখানে তিনি নিজেকে এপস্টেইনের সঙ্গে যে কোনো সম্পর্ক থেকে আলাদা করার চেষ্টা করছেন।

এর আগে হোয়াইট হাউজ জানিয়েছিল, এপস্টেইনকে অসভ্য আচরণ করার কারণে মার-এ-লাগো থেকে বের করে দেওয়া হয়েছিল। এই দুটি বক্তব্যে সাংঘর্ষিকতা আছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আপনি জানেন, দুটোর মধ্যে আসলে খুব বেশি পার্থক্য নেই।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]