39443

08/01/2025 নেটিজেনদের নজর কেড়েছে কুসুম শিকদার

নেটিজেনদের নজর কেড়েছে কুসুম শিকদার

বিনোদন ডেস্ক

৩০ জুলাই ২০২৫ ১৩:৪২

অভিনেত্রী কুসুম শিকদার। নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন।

কুসুম শিকদার নতুন লুক মানেই একরাশ মুগ্ধতা। সম্প্রতি একাধিক ছবি শেয়ারা করেছেন যা ভক্ত-অনুরাগীদের মনে ঝড় তুলেছে। সেসব ছবি নিয়েই আজকের প্রতিবেদন।

খোলা চুল, মিষ্টি হাসি, চোখে কাজল যেন নেটিজেনদের নজর কেড়েছে। কমেন্ট বক্সেও নেটিজেনরা অভিনেত্রীর প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘সেই চিরচেনা মিষ্টি হাসি।’

শাড়িতেও বেশ মানিয়েছে কুসুম শিকদারকে। কানে দুল, খোঁপায় ফুল, গলায় মালায় বাঙালি মেয়ের অবতারে দেখা দিয়েছেন।

এদিকে ওয়েস্টার্ন পোশাকেও ভক্ত-অনুরাগীদের মনে দোলা দিয়েছেন তিনি। সাদা ব্লেজার-শার্টে আবেদনময়ী লুকে ফটোশুট করেছেন। তার রূপের প্রশংসার এক ভক্ত মন্তব্যের ঘরে বলেন, ‘অপরূপ সুন্দর লাগছে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]