39286

07/27/2025 সেনাপ্রধানের প্রশংসা করে যা বললেন সারজিস

সেনাপ্রধানের প্রশংসা করে যা বললেন সারজিস

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই ২০২৫ ১৪:৪৫

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। রোববার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি তিনটি পয়েন্টে এ প্রশংসা করেন।

যুগান্তর পাঠকদের জন্য সারজিস আলমের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘কয়েকটা আনপপুলার তথ্য দেই !

১. ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএইচে গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদেরকে দেখতে। যেটা উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন্ড করলে তার চেয়ে বেশি হবে।

২. সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে।

৩. আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান’।

এদিকে সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রশংসা করে দেওয়া সারজিসের এই পোস্টের প্রশংসা করেছেন নেটিজেনরা। এখন পর্যন্ত তার এই পোস্টটি ১২শ শেয়ার হয়েছে এবং এতে ৬৫ হাজার রিঅ্যাক্ট পড়ার পাশাপাশি প্রায় সাড়ে ৪ হাজার কমেন্ট যুক্ত হয়েছে।

উল্লেখ্য, সারজিস আলমসহ এনসিপির নেতারা তাদের কেন্দ্র নির্ধারিত কর্মসূচি জুলাই পদযাত্রার অংশ হিসেবে বর্তমানে নেত্রকোনা সফরে রয়েছেন।

রোববার দুপুরে এ সংক্রান্ত কয়েকটি ছবি যুক্ত করে এক পোস্টে তিনি লিখেছেন- ‘জুলাই পদযাত্রার ২৭তম দিনে নেত্রকোনা থেকে...’।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]