39225

07/27/2025 যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি বেড়েছে ২১ শতাংশ

যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি বেড়েছে ২১ শতাংশ

অর্থনৈতিক প্রতিবেদক

২৬ জুলাই ২০২৫ ১১:২৯

মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রফতানি ২১ দশমিক ৬০ শতাংশ বৃদ্ধির তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ওটেক্সা। জানুয়ারি থেকে মে পর্যন্ত যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি হয় ৩৫৩ কোটি ডলারের, যা আগের বছরের একই সময়ে ছিল ২৯০ কোটি ডলার। অন্যদিকে, ইউরোপের বাজারে পোশাক রফতানি বাড়ার তথ্য দিয়েছে ইউরোস্ট্যাট।

এছাড়া একক দেশ হিসেবে চীনের ২০ দশমিক ৮৬ শতাংশ, ভারতের ১৬ দশমিক ৩৯ শতাংশ, কম্বোডিয়ার ২৮ দশমিক ৬৪ শতাংশ, ভিয়েতনামের ১৫ দশমিক ৬৩ শতাংশ ও পাকিস্তানের ১৯ শতাংশ।

যুক্তরাষ্ট্রের পোশাক রফতানি বৃদ্ধির খবরটি এমন সময়ে এলো, যখন ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে ওয়াশিংটন ও ঢাকার মধ্যে দর কষাকষি চলছে।

একক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় ক্রেতা বা রফতানি বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে বছরে প্রায় ৮০০ কোটি ডলারের পোশাক রফতানি করে বাংলাদেশ।

এদিকে, বাংলাদেশের আরেক বড় বাজার ইউরোপেও বেড়েছে পোশাক রফতানি। ইউরোপের দেশগুলোতে তৈরি পোশাক রফতানি নিয়ে প্রতিবেদন প্রস্তুত করে ইউরোস্ট্যাট।

সেই তথ্য পর্যালোচনা করে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই) বলছে, চলতি বছরের ৫ মাসে ইউরোপের দেশগুলোতে পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয় ১৭ দশমিক ৬২ শতাংশ।

ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মে সময়ে ইউরোপে ৯৬৮ কোটি ডলারের পোশাক রফতানি করে বাংলাদেশ, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ১৪৪ কোটি ডলার বেশি।

২০২৪ সালের প্রথম পাঁচ মাসে ইউরোপের দেশগুলোতে পোশাক রফতানি হয় ৮২৩ কোটি ডলারের। রফতানির পাশাপাশি পোশাকের দর বাড়ার তথ্যও দিয়েছে ইউরোস্ট্যাট। তাদের হিসেবে, আগের বছরের তুলনায় দর বেড়েছে ১৫ দশমিক শূন্য ৮ শতাংশ।

ওটেক্সার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে পোশাকের সংখ্যার হিসাবে রফতানি বেড়েছে ২১ শতাংশ; আর ইউনিট প্রতি দর বেড়েছে দশমিক ৪৭ শতাংশ।

চলতি বছরের পাঁচ মাসে সারা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির প্রবৃদ্ধি ৭ শতাংশ।

এই সময়ে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি ভিয়েতনামের বেড়েছে ১৬ দশমিক ৩৩ শতাংশ, ইন্দোনেশিয়ার ১৩ দশমিক ৫৫ শতাংশ, ভারতের ১৬ দশমিক ৯৬ শতাংশ ও পাকিস্তানের বেড়েছে ২১ দশমিক ৫৮ শতাংশ। চীনের পোশাক রফতানি কমেছে ১০ শতাংশ।

এসএন/সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]