39169

08/02/2025 রাশিয়ায় ৪৯ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলেছে

রাশিয়ায় ৪৯ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলেছে

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুলাই ২০২৫ ১৪:২৫

রাশিয়ার সুদূর পূর্বে আমুর অঞ্চলে বৃহস্পতিবার (২৪ জুলাই) কমপক্ষে ৪৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য নিশ্চিত করেছে।

তবে প্রতিবেদনে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

এর আগে বার্তাসংস্থা রয়টার্স জানায়, এন-২৪ বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রুশ স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা নামে বিমানসংস্থা দ্বারা পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরে দিকে যাওয়ার সময় রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি ওরলোভ জানিয়েছেন, প্রাথমিক তথ্যানুযায়ী বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী ছিলেন। এ ছাড়া এতে ছয়জন ক্রু সদস্য ছিলেন।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে তিনি লিখেছেন, বিমানটির খোঁজে প্রয়োজনীয় সকল বাহিনী মোতায়েন করা হয়েছে।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]