39158

07/27/2025 শিশুর বিছানা আলাদা করবেন যে বয়সে

শিশুর বিছানা আলাদা করবেন যে বয়সে

ধর্ম ডেস্ক

২৪ জুলাই ২০২৫ ১২:৩৩

শিশু মা-বাবার আদর-স্নেহে বেড়ে উঠে। জন্মের পর থেকে নির্দিষ্ট বয়স পর্যন্ত শিশুকে দেখেশুনে আদর-যত্নে রাখেন মা-বাবা। মা-বাবার সঙ্গে একই বিছানাতেও ঘুমায় শিশুরা।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুরা অনেক কিছুই শিখে ফেলে। মা-বাবা ওপর নির্ভরতা ছাড়াও কাজ করতে শেখে। পরিবর্তন ও বুঝতে শেখার বয়সে শিশুর বিছানা আলাদা করে দিতে হয়।

সন্তানের বয়স ১০ বছর হলে তার বিছানা আলাদা করে দেওয়ার কথা বলা হয়েছে হাদিসে। আর হাদিসের কিছু বর্ণনায় সাত বছরের কথাও এসেছে।

হাদিসের ভাষ্য মতে সাত বছর বয়স হলে শিশুর বিছানা আলাদা করার ব্যাপারে সতর্ক হওয়া উচিত। অঅর ১০ বছর হয়ে গেলে বিছানা পৃথক করা জরুরি।

আমর ইবনু শুয়াইব (রহ.) থেকে পর্যায়ক্রমে তাঁর পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন—

তোমাদের সন্তানদের বয়স সাত বছর হলে তাদের সালাতের জন্য নির্দেশ দাও। যখন তাদের বয়স ১০ বছর হয়ে যাবে, তখন (সালাত আদায় না করলে) এ জন্য তাদের মারবে এবং তাদের ঘুমের বিছানা আলাদা করে দেবে।’ (আবু দাউদ, হাদিস : ৪৯৫)

আবদুল মালিক বিন রাবি বিন সাবরাহ পর্যায়ক্রমে তাঁর পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেন, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যখন সন্তানের বয়স সাত বছর হয়, তখন তার বিছানা আলাদা করে দাও।’ (দারা কুতনি, হাদিস : ৮৮৬)

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]