39110

07/24/2025 প্রেস ক্লাব এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রেস ক্লাব এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই ২০২৫ ১৩:১৫

রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় প্রেস ক্লাব মোড়ে ট্রাকের ধাক্কায় সেন্টু ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সেন্টু ইসলাম ঢাকার চকবাজারের ইসলামবাগের ঈদগা মাঠ এলাকার আলাউদ্দিন খালাসীরং ছেলে।

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত একটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে রাত পৌনে ২টার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু আল আমিন জানান, সেন্টু গতকাল রাতে মোটরসাইকেল চালিয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে বাসায় ফিরছিল। সে সময় ইউটার্ন নিতে গেলে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসকে জানান সেন্টু আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গতরাতে মুমূর্ষ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]