39046

07/23/2025 বাংলাদেশের বিমান দুর্ঘটনায় প্রাণ কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদেরও

বাংলাদেশের বিমান দুর্ঘটনায় প্রাণ কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদেরও

ক্রীড়া ডেস্ক

২২ জুলাই ২০২৫ ১২:৩২

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২৭ জন মারা গেছেন। এমন মর্মান্তিক ঘটনায় কাঁদছে পুরো বাংলাদেশ। এমন কান্না ছুঁয়ে গেছে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশি ক্রিকেটাররা তো বটেই, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় পাকিস্তানি ক্রিকেটারদেরও প্রাণ কাঁদছে।

পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘হৃদয়বিদারক ও মর্মান্তিক। বাংলাদেশে বিমান দুর্ঘটনায় ভুক্তভোগী সবার জন্য প্ৰাৰ্থনা। পরিবারগুলোর জন্য সাহস ও কোনো এক আশাজাগানিয়া অলৌকিক মুহূর্তের প্রত্যাশা করছি।’

পাকিস্তানের আরেক পেসার হাসান আলী নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘ঢাকায় মর্মান্তিক দুর্ঘটনায় সত্যিই ব্যথিত। এতগুলো নিষ্পাপ বাচ্চা দ্রুত মারা গেল। হতাহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। সৃষ্টিকর্তা যেন এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেন তাদের। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

হাসান, শাহিনের মতো বাংলাদেশ সফরে নেই শাদাব খান। তবু বাংলাদেশে এমন মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের জন্য প্রাণ কাঁদছে তারও। পাকিস্তানি লেগ স্পিনার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘বাংলাদেশে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবর পেলাম। আমার চিন্তাভাবনা, প্রার্থনা ও সমবেদনা থাকবে নিহত ও আহতদের পরিবারের জন্য। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা রইলো।’

এ দিকে মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর শেরে বাংলায় হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি বিমান দুর্ঘটনায় হতাহতের উৎসর্গ করা হয়েছে। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন, তাদের আগামীকালের (বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি) উৎসর্গ করা হবে। বাঘেরা এই শোকের সময় জাতির পাশে থাকবে।’

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]