39044

07/23/2025 মেহেন্দীগঞ্জে দাফন সম্পন্ন হলো ৭ম শ্রেণির সামিউলের

মেহেন্দীগঞ্জে দাফন সম্পন্ন হলো ৭ম শ্রেণির সামিউলের

জেলা সংবাদদাতা, বরিশাল

২২ জুলাই ২০২৫ ১২:১৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত সামিউল করিমের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে সামিউলের নানার বাড়ি দেশখাগকাটা গ্রামে তাকে দাফন করা হয়। নিহত সামিউল রেজাউল করিমের ছেলে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

সামিউলকে নিয়ে এলে গ্রামে শোকের ছায়া নেমে আসে। শত শত মানুষ তাকে এক নজনর দেখতে ভিড় জমান বাড়িতে।

সামিউলের নানা আবু জাহের মাল বলেন, আমার নাতিকে যেভাবে হারিয়েছি আর যেন কাউকে হারাতে না হয়। সরকারের কাছে আবেদন জনবসতিপূর্ণ জায়গায় এভাবে প্রশিক্ষণ বিমান চালানো অন্যায়। আমাদের সবচেয়ে আদরের নাতিকে হারালাম।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]