38939

07/20/2025 মেসির জোড়া গোলে জয়ে ফিরলো ইন্টার মিয়ামি

মেসির জোড়া গোলে জয়ে ফিরলো ইন্টার মিয়ামি

ক্রীড়া ডেস্ক

২০ জুলাই ২০২৫ ১০:৫৬

৩৮ বছর বয়সেও মাঠ কাঁপাচ্ছেন লিওনেল মেসি। তার অসাধারণ নৈপুণ্যে নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মিয়ামি। ম্যাচে দুটি গোল করার পাশাপাশি আরও দুটি গোলে সরাসরি অবদান রাখেন আর্জেন্টাইন মহাতারকা।

রেড বুলস নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আলেকজান্ডার হাকের গোলে। তবে সেই উদযাপন বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ২৪তম মিনিটে মেসির নিখুঁত থ্রু পাস থেকে বাঁ পায়ের দৃষ্টিনন্দন শটে গোল করে মিয়ামিকে সমতায় ফেরান সাবেক বার্সেলোনা ডিফেন্ডার জর্দি আলবা।

এর কিছুক্ষণের মধ্যেই মেসির আরেকটি পাস থেকে আলবা বল বাড়ান তরুণ ভেনেজুয়েলান মিডফিল্ডার তেলাস্কো সেগোভিয়ার কাছে, যিনি স্কোরলাইন ২-১ করেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগে আরও একটি গোল করে সেগোভিয়া মায়ামির লিড বাড়িয়ে নেন ৩-১-এ।

দ্বিতীয়ার্ধে নিজেই গোল উৎসবে যোগ দেন মেসি। ৬০তম মিনিটে সার্জিও বুসকেটসের পাস থেকে নিচু শটে বল পাঠান পোস্টের বাঁদিকে। ৮৫তম মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন তিনি।

গত সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই জোড়া গোল করেছেন মেসি। তার এই ধারাবাহিক পারফরম্যান্সে ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্টার মিয়ামি। শীর্ষ দলের চেয়ে মাত্র ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা, হাতে আছে আরও তিনটি ম্যাচ।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]