38852

07/18/2025 বোন শারমিন আহমদকে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন সোহেল তাজ

বোন শারমিন আহমদকে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই ২০২৫ ১৮:৩৬

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান শারমিন আহমদ ও সোহেল তাজ।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। তিনি তার পোস্টে সাক্ষাতের একটি ছবিও যুক্ত করেছেন। পরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড আইডি থেকেও এক পোস্টে সে তথ্য নিশ্চিত করা হয়।

পোস্টে বলা হয়, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে তাজউদ্দীন পরিবার।

এসময় শারমিন আহমদ তার নিজের লেখা — তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা — বইয়ের একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার দেন।

এমন এক সময়ে তাজউদ্দীন আহমদের সন্তানরা অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে দেখা করলেন, যখন কি না তাদের পিতার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। গণঅভ্যুত্থানে দলটি ক্ষমতাচ্যুত হলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও ভারতে অবস্থান নিয়েছেন। তারপর থেকেই আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে রাজনীতির মাঠে নানা জল্পনা-কল্পনা রয়েছে।

নবম জাতীয় সংসদে শেখ হাসিনার সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন সোহেল তাজ। তবে পূর্ণকালীন দায়িত্বে থাকতে পারেননি। করেছিলেন পদত্যাগ। তখন থেকেই শেখ পরিবারের সঙ্গে তার সম্পর্ক ভালো না যাওয়ার নানা ইঙ্গিত পাওয়া যায়।

আর তাজউদ্দীন আহমদের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ নানা সময়ে শেখ পরিবারের সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও গবেষক শারমিন আহমদ তার কয়েকটি বইয়ের মাধ্যমে দেশের মানুষের কাছে বেশ আলোচনায় আসেন। যার মধ্যে রয়েছে তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা , ৩ নভেম্বর জেল হত্যার পূর্বাপর।

চব্বিশের শেষ দিকে একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আওয়ামী লীগ নেতৃত্বকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

এদিকে, আজ দুপুরে ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে সোহেল তাজ লিখেছেন, গতকাল গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-অগাস্ট গণঅভুত্থানের (নাহিদ, সার্জিস, হাসনাত, জারা) নেতাদের হত্যার একটি হীন চেষ্টা। আমি আশ্চর্য হবো না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]