38781

07/17/2025 শান্ত-লিটনদের জন্য পাওয়ার হিটিংয়ে প্রসিদ্ধ কোচ আনছে বিসিবি

শান্ত-লিটনদের জন্য পাওয়ার হিটিংয়ে প্রসিদ্ধ কোচ আনছে বিসিবি

ক্রীড়া ডেস্ক

১৬ জুলাই ২০২৫ ১৪:৫৮

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা চলছে সাম্প্রতিক সময়ের প্রায় সব সিরিজেই। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের মাঝেও সেটাই আলোচনার কেন্দ্রে রয়েছে। ব্যাটারদের অধারাবাহিক পারফরম্যান্স কাটিয়ে উঠতে ব্যাটিং কোচ নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিল বিসিবি।

এরই মাঝে তারা পাওয়ার হিটিংয়ের জন্য প্রসিদ্ধ কোচ জুলিয়ান উডকে নিয়োগ দেবে বলে শোনা যাচ্ছে।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ (বুধবার) মাঠে নামছে বাংলাদেশ। সিরিজ শেষ করে আগামীকাল দেশে ফিরে আসবে টাইগাররা।

তবে দেশে ফিরে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না লিটন দাসরা। আগামী ২০ ‍জুলাই থেকে বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

এরপর কয়েকদিনের বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। পরবর্তীতে আগস্টে কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকায় জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে স্কিল ক্যাম্প করার ভাবনায় বিসিবি।

কারণ, সেপ্টেম্বরেই আবার টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। ফরম্যাটটিতে ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ের সামর্থ্য বাড়াতে নতুন করে কোচ নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি।

আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের সঙ্গে পাওয়ার হিটিং নিয়ে কাজ করা জুলিয়ান উডকে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা আলোচনা করছি তাকে আনার জন্য। ফাইনাল হয়নি, তবে আশা করছি হয়ে যাবে। আগস্টে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবে এমনই পরিকল্পনা রয়েছে।’

আইপিএল ছাড়াও আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জুলিয়ান উডের।

এ ছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের বদলের কারিগরও বলা যায় তাকে। কাজ করেছেন দেশটির ঘরোয়া প্রতিযোগিতার কয়েকটি দলে।

টি-টোয়েন্টিতে ‘পাওয়ার হিটিং’ কথাটা মূলত উডেরই মস্তিষ্কপ্রসূত। বিগ ব্যাশ, পিএসএল ও আইপিএলে কাজ করা জুলিয়ান উড বিপিএলে সিলেট সানরাইজার্সের ব্যাটিং কোচ এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচের দায়িত্ব নিয়ে এসেছিলেন।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]