38747

07/16/2025 ৫০০ রোগীকে ৫০ হাজার করে আর্থিক সহায়তা দিচ্ছে বিএমইউ

৫০০ রোগীকে ৫০ হাজার করে আর্থিক সহায়তা দিচ্ছে বিএমইউ

স্বাস্থ্য ডেস্ক

১৫ জুলাই ২০২৫ ১৭:০০

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) কর্তৃপক্ষ ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫০০ অসহায় রোগীকে আর্থিক সহায়তা দিচ্ছে। প্রতিজন রোগীকে দেওয়া হচ্ছে ৫০ হাজার টাকা করে মোট আড়াই কোটি টাকা।

মঙ্গলবার (১৫ জুলাই) বিএমইউ’র সমাজসেবা অফিসের উদ্যোগে এ সহায়তা কার্যক্রমের উদ্বোধন হয়। রাজধানীর বিএমইউ হাসপাতালের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে উপস্থিত ১০০ রোগীর হাতে প্রতীকীভাবে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে আরও ৪০০ রোগীকেও এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আজাদ বলেন, বিএমইউ শুধু চিকিৎসা সেবা নয়, সামাজিক দায়িত্ববোধ থেকেও রোগীদের পাশে দাঁড়াতে চায়। এই আর্থিক সহায়তা সেই মানবিক দায়িত্ব পালনের অংশ। আমরা চাই, এই সহায়তা তাদের চিকিৎসা ব্যয় বহনে কিছুটা হলেও স্বস্তি দেবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, অতিরিক্ত পরিচালক ডা. হাসনাত আহসান সুমন, উপপরিচালক ডা. মো. আবু নাসের, সমাজসেবা অফিসার সামিয়া ইসমত সোহেলী ও রুমানা ইয়াসমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সমাজসেবা অফিসের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছর বিএমইউ সমাজসেবা বিভাগ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং হাসপাতালের নিজস্ব উদ্যোগে প্রাপ্ত অনুদানের মাধ্যমে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান করে।

এছাড়া ভবিষ্যতে এই সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত ও ধারাবাহিকভাবে পরিচালনার পরিকল্পনার কথাও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]