38743

07/16/2025 বাগেরহাটে আটক ভারতীয় ৩৪ জেলেকে আদালতে সোপর্দ

বাগেরহাটে আটক ভারতীয় ৩৪ জেলেকে আদালতে সোপর্দ

জেলা সংবাদদাতা, খুলনা

১৫ জুলাই ২০২৫ ১৬:২২

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে আটক ভারতীয় ৩৪ জেলেকে মঙ্গলবার (১৫ জুলাই) বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া– সংলগ্ন গভীর সাগর থেকে এফবি ঝড় ও এফবি মঙ্গল চন্ডি-৩৮ নামের দু’টি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।

গতকাল রাত সাড়ে ১০টার দিকে মোংলা থানায় তাদের হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান।

মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন আটক ভারতীয় জেলেরা। বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল চলাকালে জাহাজের রাডারে সন্দেহজনক মাছ ধরার ট্রলারের উপস্থিতি লক্ষ্য করে। এসময় তারা ওই ট্রলারের দিকে এগোতে থাকলে মাছ ধরার ট্রলারগুলো পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে দু’টি ভারতীয় ট্রলারকে বাংলাদেশের জলসীমার মধ্যে আটক করেন।

তিনি আরও জানান, ট্রলার দু’টিতে শিকার করা ৮ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছিল যা ১৫ লাখ ৫০ হাজারা টাকায় নিলামে বিক্রি হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, নৌবাহিনী ভারতীয় ৩৪ জেলেকে রাতে থানায় সোপর্দ করেছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে জেলেদের বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]