38734

07/16/2025 মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই যুবক আহত

মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই যুবক আহত

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই ২০২৫ ১৪:২৩

রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানে ছিনতাইকারী ছুরিকাঘাতে মো. ফয়সাল (২৫) ও জহুরুল ইসলাম (২৭) নামে দুই যুবক আহত হয়েছেন। তারা দুজনই একটি বায়িংহাউজে চাকরি করেন।

গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী হাসনাইন ইসলাম বলেন, গতকাল রাতে ঢাকা উদ্যান দুই নম্বর রোডের ডি ব্লকের বাসার দিকে যাওয়ার সময় হঠাৎ ৪-৫ জন ছিনতাইকারী তাদের ঘিরে ধরে। এ সময় তাদের থেকে মোবাইল ও টাকা পয়সা নিয়ে যেতে চাইলে তারা দিতে অস্বীকৃতি জানায় এবং চিৎকার শুরু করে। পরে তাদের দুজনকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। বর্তমানে ফয়সাল ঢাকা মেডিকেলে ভর্তি আছে এবং জহিরুলকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গতকাল রাতে মোহাম্মদপুর থেকে আহত অবস্থায় দুই যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তারা জানায় ছিনতাইকারী তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। আমরা বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি।

এদিকে মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান বিটের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জুয়েলের কাছে জানতে চাইলে তিনি জানান, এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত তিনি কিছুই জানেন না।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]