মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি তেল ক্রেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের অব্যাহত প্রচেষ্টা সত্ত্বেও গেল মে মাসে ইরানের তেল রফতানিতে সর্বোচ্চ রেকর্ড হয়েছে। আন্তর্জাতিক ট্যাঙ্কার ট্র্যাকিং পরিষেবা প্রকাশিত তথ্যে এই চিত্র উঠে এসেছে।
ফার্স সংবাদ সংস্থার এক প্রতিবেদনে উদ্ধৃত একটি প্রধান জ্বালানি বিশ্লেষণ সংস্থা কেপলারের পরিসংখ্যানে দেখা গেছে, ইরান মে মাসে প্রতিদিন প্রায় ১ দশমিক ৮ মিলিয়ন ব্যারেল (বিপিডি) অপরিশোধিত তেল রফতানি করেছে। যা গত বছরের সেপ্টেম্বরে দেখা পরিসংখ্যানের সমতুল্য এবং ২০১৯ সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের ওপর নিষেধাজ্ঞা কঠোর করার পর থেকে সর্বোচ্চ।
আরেকটি প্রধান জাহাজ ট্র্যাকিং সংস্থা ভোরটেক্সা জুলাই মাসেও পরিসংখ্যান প্রকাশ করেছে। যেখানে দেখা গেছে, ইরান গত কয়েক মাসে নির্দিষ্ট কিছু সপ্তাহে গড়ে ১ দশমিক ৮ মিলিয়ন ব্যারেল তেল রফতানি করেছে।
সর্বশেষ এসব পরিসংখ্যানে স্পষ্ট হয়েছে, ট্রাম্প ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন। সূত্র: মেহর নিউজ
এসএন /সীমা