দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর মারা গেলেন দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী কাং সিও-হা। গত ১৪ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩১ বছর। অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর বোন।
সামাজিক মাধ্যমে একটি পোস্টে সিও-এর বোন লেখেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না। তুমি যখন প্রচণ্ড যন্ত্রণা সহ্য করছো, তখনও তুমি অন্য সবার জন্য, আমার জন্য চিন্তিত ছিলে। ব্যথানাশক ওষুধ দিয়ে সবকিছু সহ্য করেছিলে। এখন, দয়া করে সেখানে সুখী থেকো, ব্যথা ছাড়াই!’
তিনি যোগ করেন, ‘তুমি আমাকে একটা উপহার দিয়ে বলেছিলে এ উপহারটা আমাকে তোমার কথা মনে করিয়ে দেবে। সেটা আমি দিদিমাকে দিয়েছি। কিন্তু আমি সবসময় তোমাকে আমার হৃদয়ে রাখবো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাদের পরিবারে আসার জন্য, আমার বোন হওয়ার জন্য ধন্যবাদ।’
জানা গেছে, দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী কাং সিও-হা-এর শেষকৃত্য আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হবে। তাকে গিওংনাম প্রদেশের হামানে তার পারিবারিক সমাধিস্থলে সমাহিত করা হবে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অনুরাগী এবং সহকর্মীরা শোক প্রকাশ করেন।
বলে রাখা ভালো, ২০১২ সালে একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে শোবিজে অভিষেক হয়েছিল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ছোট অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ‘স্কুলগার্ল ডিটেকটিভস’, ‘অ্যাসেম্বলি’, ‘ফার্স্ট লাভ অ্যাগেইন’, ‘হার্ট সার্জনস’-এর মতো জনপ্রিয় নাটক। ‘ইন দ্য নেট’ নামের একটি আসন্ন চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয়ের শুটিং শেষ করেছেন। এটিই ছিল ক্যারিয়ারের শেষ অভিনয়।
ডিএম /সীমা