38705

01/12/2026 কত দিন খেলা চালিয়ে যাবেন, জানালেন সাকিব

কত দিন খেলা চালিয়ে যাবেন, জানালেন সাকিব

ক্রীড়া ডেস্ক

১৪ জুলাই ২০২৫ ১৮:৪৯

দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তবে নিয়মিত ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলছেন এই টাইগার অলরাউন্ডার। বর্তমানে গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি। রোববার (১৩ জুলাই) নিজেদের তৃতীয় ম্যাচে হেরেছে দুবাই।

এ দিন মাঠে নামার আগে এখনও ভালো পারফর্ম করা প্রসঙ্গে সাকিব বলেন, 'আমার মনে হয় খেলাটার প্রতি ভালোবাসা। আমি এখনো খেলাটাকে ভালোবাসি ঠিক যেমন আমি অনূর্ধ্ব-১৫ বা অনূর্ধ্ব-১৯ এর সময় ভালোবাসতাম।'

যতদিন উপভোগ করবেন ততদিন খেলা চালিয়ে যাবেন জানিয়ে তিনি আরও বলেন, 'আমি এখনও খেলাটাকে খুবই উপভোগ করি আমি মনে করি এটাই গুরুত্বপূর্ণ। যতদিন আমি উপভোগ করবো ততদিনই আমি খেলে যাবো।'

বাই ক্যাপিটালসের অবস্থা নিয়ে সাকিব বলেন, 'আমরা প্রথম ম্যচে দুর্দান্ত খেলেছি। দ্বিতীয় ম্যাচটা আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়নি। কিন্তু আজকের ম্যাচটা আলাদা। যেহেতু রাতে খেলা, ব্যাপারগুলো অন্যরকম হবে। গায়ানার বিপক্ষে খেলা, গ্যালারি পরিপূর্ণ থাকবে। আমরা ম্যাচের জন্য মুখিয়ে আছি। দুই দলের জন্যই মাস্ট উইন গেম।'

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]