38685

07/14/2025 ময়মনসিংহে মা ও দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার

ময়মনসিংহে মা ও দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার

জেলা সংবাদদাতা, ময়মনসিংহ

১৪ জুলাই ২০২৫ ১৪:৪১

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক নারী ও তাঁর দুই সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকালে পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তিরা হলেন ময়না বেগম (২৫), তাঁর সাত বছর বয়সী মেয়ে রাইসা আক্তার ও দুই বছর বয়সী ছেলে মো. নিরব।

পুলিশ জানায়, ভালুকা পৌরসভার টিএন্ডটি রোড এলাকার একটি বাসায় স্ত্রী ও সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন রফিকুল ইসলাম। তাঁর বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের সেনের বাজার গ্রামে। তিনি ভালুকায় স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক। রোববার রাতের কাজ শেষে আজ সকালে বাসায় ফিরে রফিকুল দেখেন, বাসার দরজায় বাইরে থেকে তালা দেওয়া। তালা ভেঙে ভেতরে ঢুকে তিনি দেখতে পান সে স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই বাসার পাশের কক্ষে রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম থাকতেন। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন বলেন, মা ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে। কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা শনাক্তে তদন্ত শুরু করছে পুলিশ।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]