38678

07/14/2025 ‘গুলুমুলু লাগছে’, ওজন বাড়তেই ট্রলের শিকার দীপিকা

‘গুলুমুলু লাগছে’, ওজন বাড়তেই ট্রলের শিকার দীপিকা

বিনোদন ডেস্ক

১৪ জুলাই ২০২৫ ১৩:৩২

মা হওয়ার পর থেকে অনেকতা আড়ালেই আছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। জনসম্মুখে খুব একটা দেখা যায় না। শোনা যাচ্ছেন হাতে নতুন ছবির কাজ এসেছে দুয়ার মায়ের। শরীরে জমে যাওয় মেদ ঝড়িয়েই নামবেন শুটিংয়ে। কিন্তু তার আগেই জনসম্মুখে এসে ট্রলের শিকার হতে হলো নায়িকাকে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার একটি ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দীপিকাকে দেখা গেছে নীল রঙের একটি ঢিলেঢালা লম্বা শার্টে। সঙ্গে কালো চশমা। আর টোট ব্যাগ।

ওই ভিডিও ছড়িয়ে পড়তেই দীপিকার পেছনে লাগেন নেটাগরিকরা। কেউ তার গায়ে চাপানো ঢিলেঢালা শার্টকে বাবার শার্ট বলে মন্তব্য করে লেখেন, ‘বাবার শার্ট পরে এসেছে নাকি। যা পারে গায়ে গলিয়ে নেয়।’

অভিনেত্রীর শরীর নিয়েও কটাক্ষ করা হয়েছে। একজন লিখেছেন, ‘প্রেগন্যান্সির সময় তো দীপিকাকে এত মোটা লাগত না। দিন দিন কেমন গুলুমুলু হয়ে যাচ্ছে।’ আরেকজনের কথায়, ‘এক ফোঁটাও সাজগোজ করেনি বেচারি। বোঝাই যাচ্ছে মেয়েকে নিয়ে ঠিক কতটা ব্যস্ত’।

দীপিকা এবার ক্যামেরার সামনে দাঁড়াবেন অ্যাটলির নির্দেশনায়। ‘AA22XA6’ ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। সম্প্রতি নির্মাতারা একটি ইন্ট্রোডাকশন ভিডিও শেয়ার করে দীপিকার এন্ট্রি নিশ্চিত করেছেন। এছাড়াও কাল্কির দ্বিতীয় অংশও রয়েছে তার হাতে।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]