38217

07/05/2025 ২৮ বছরেই না ফেরার দেশে নীল ছবির তারকা

২৮ বছরেই না ফেরার দেশে নীল ছবির তারকা

বিনোদন ডেস্ক

৫ জুলাই ২০২৫ ১১:১৪

মারা গেছেন নীল ছবির জনপ্রিয় তারকা কাইলি পেজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। কাইলি নেটফ্লিক্সের একটি রিয়্যালিটি শো-এর প্রতিযোগীও ছিলেন। তার আকস্মিক মৃত্যু হতবাক করে দিয়েছে তার পরিজন ও ভক্তদের।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের খবর, কাইলি পেজের আসল নাম কাইলি পাইলান্ট। তাকে গত ২৫ জুন লস এঞ্জেলেসে তার বাসভবন থেকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করে না জানালেও তদন্তকারীদের অনুমান, অতিরিক্ত মাদকসেবনের কারণে মৃত্যু হয়েছে কাইলির। ঘটনাস্থলে ফেন্টানিল এবং অন্যান্য মাদকদ্রব্য পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ। কোনো অপরাধমূলক ঘটনা তার সঙ্গে ঘটেনি বলেও জানিয়েছেন তদন্তকারীরা।

কাইলির মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ব্রাজার্স সহ একাধিক পর্ন সংস্থা। ব্রাজার্স এক বিবৃতিতে জানিয়েছে, কাইলি তার হাসি, দয়ার জন্য আমাদের মনে থেকে যাবেন। এই কঠিন সময়ে আমরা কাইলির পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

কাইলির জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ওকলাহোমার তুলসায়। তিনি ভিক্সেন মিডিয়া গ্রুপ এবং ব্রাজার্সের জন্য ২০০টিরও বেশি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]