3742

05/19/2024 অল্পের জন্য বেঁচে গেলেন তামিম

অল্পের জন্য বেঁচে গেলেন তামিম

ক্রীড়া ডেস্ক

২৫ এপ্রিল ২০২১ ২১:০০

দ্বিতীয় ইনিংসে নেমে টেস্টকে টি-টোয়েন্টি বানিয়ে ব্যাট করছেন ওপেনার তামিম ইকবাল। ব্যাট হাতে নেমেই চার-ছক্কা হাঁকাতে শুরু করেন।

তবে এমন মারমুখী হয়ে বিপাকে পড়েছিলেন তামিম। অল্পের জন্য বেঁচে ফিরলেন। ইনিংসের ১১তম ওভারে তামিম তখন ৩৭ বলে ২৯ রানে অপরাজিত।

ধনঞ্জয়ার প্রথম তিন ডেলিভারি ভালোভাবে খেলতে পারেননি তামিম। তিন বলে কোনো রান হয়নি।

চতুর্থ বলে সজোরে ব্যাট চালাতে গিয়ে ব্যর্থ হন। কভারে খেলতে গিয়ে সিলি পয়েন্টে ক্যাচ উঠে যায়। যা উইকেটরক্ষক ডিকভালে গ্লাভসবন্দি করে উল্লাসে ফেটে পড়েন। সফ্ট সিগনালে আউট দেন ফিল্ড আম্পায়ার।

কিন্তু তামিমের জোর দাবি, বল তালুবন্দি হওয়ার আগে মাটি ছুঁয়েছে। সিদ্ধান্ত চলে যায় থার্ড আম্পায়ের কাছে। বারবার রিপ্লে দেখে থার্ড আম্পায়ের সবুজ সংকেত দেন। বল তালুবন্দি হওয়ার আগে মাটি ছুঁয়েছে ঠিকই। এ যাত্রায় বেঁচে ফেরেন তামিম।

এ প্রতিবেদন লেখার সময় ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪০ রান। এরমধ্যে তামিমের একারই ৩৮ রান।

শুরু থেকেই হাত খুলে খেলছিলেন তামিম। কিন্তু অপরপ্রান্তের দুই ব্যাটসম্যান সাইফ ১ ও শান্ত শূন্য রানে ফিরলে কিছু অপ্রস্তুত হয়ে গেছেন তামিম।

এদিকে ধীরে সুস্থে শুরু করেছেন অধিনায়ক মুমিনুল হক। রান নেওয়ার তাড়া নেই তার। ৩০ বলে খেলে মাত্র ১ রান করেছেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]