37382

08/06/2025 ইরানের ফরদো পারমাণবিক স্থাপনা ধ্বংস কঠিন: সাবেক পরমাণু পরিদর্শক

ইরানের ফরদো পারমাণবিক স্থাপনা ধ্বংস কঠিন: সাবেক পরমাণু পরিদর্শক

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুন ২০২৫ ১৬:২২

ইরানের ফরদো পারমাণবিক স্থাপনা ধ্বংস কঠিন: সাবেক পরমাণু পরিদর্শক
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) সাবেক পরিদর্শক ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ বিশেষজ্ঞ রবার্ট কেলি। ছবি: সংগৃহীত।

ইরানের ফরদো পারমাণবিক স্থাপনা ধ্বংস করা অত্যন্ত কঠিন হবে— এমনটাই মন্তব্য করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) সাবেক পরিদর্শক ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ বিশেষজ্ঞ রবার্ট কেলি।

বিবিসি রেডিও ফাইভের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

কেলি ব্যাখ্যা করেন যে, ফরদো পারমাণবিক কেন্দ্রটি একটি পাহাড়ের গভীরে তৈরি করা হয়েছে। এটি মাটির অন্তত ৮০ মিটার বা ২৬২ ফুট গভীরে। এর চারপাশে প্রায় ৮০ মিটার পুরো শিলা ও সুদৃঢ় কংক্রিটের দুটি স্তর রয়েছে। এই ধরনের স্থাপনা প্রচলিত বোমা বা এমনকি ‘বানকার বাস্টার’ ( Bunker Buster) বোমার মাধ্যমেও ধ্বংস করা প্রায় অসম্ভব।

তিনি জানান, ইরানে তাদের কাজের অভিজ্ঞতা আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রমের জন্য সহায়ক হয়েছে। বিশেষ করে গোপন কর্মসূচিগুলো পরিদর্শনের উপায় বের করার ক্ষেত্রে এটি সহায়তা করেছে।

তিনি আরও উল্লেখ করেন যে, ফরদো সম্ভবত ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক কেন্দ্র, যা মাটির গভীরে অবস্থিত এবং শক্তিশালী প্রতিরক্ষামূলক কাঠামো দ্বারা বেষ্টিত। এই বৈশিষ্ট্যগুলো এটিকে যেকোনো সম্ভাব্য হামলা থেকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে।

রবার্ট কেলির এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বিদ্যমান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]