3686

05/15/2024 ওমানে বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা

ওমানে বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

২২ এপ্রিল ২০২১ ২১:৪৮

করোনা মহামারি রোধে ওমান সরকার বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটিতে আর কোনো ফ্লাইট চালাতে পারছে না বাংলাদেশ।

এ প্রসঙ্গে বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, ওমান সরকার যে সময় থেকে নিষেধাজ্ঞা কার্যকর করার কথা বলেছে, সে সময় থেকে ওমানে আর কোনো ফ্লাইট চালাতে পারছে না বাংলাদেশ।

তিনি জানান, তারা নিষেধাজ্ঞা তুলে নিলে আবারও ফ্লাইট চলবে।

মহামারির কারণে সর্বাত্মক লকডাউনের মধ্যে ২৮ এপ্রিল পর্যন্ত সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)।

তবে পরে প্রবাসীদের আনা-নেওয়ার জন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার ও ওমানে বিশেষ ফ্লাইট চালুর ঘোষণা দেয় নিয়ন্ত্রক সংস্থাটি। ১৭ এপ্রিল থেকে বিষেষ ফ্লাইটগুলো চলছে।

এসব দেশের যে আটটি গন্তব্যে বিশেষ ফ্লাইট চালু হয়েছে, তার মধ্যে ওমানের রাজধানী মাস্কাটও রয়েছে। ওমান সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এখন বিশেষ ফ্লাইটও বন্ধ রাখতে হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]