36725

08/02/2025 যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

৩১ মে ২০২৫ ১৪:২৫

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় জহুরা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

মৃত জহুরা নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইসলামপুর গ্রামের মৃত জলিল মুন্সির মেয়ে। বর্তমানে স্বামীর সঙ্গে যাত্রাবাড়ীর করাটীতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের স্বামী মো. নাসির জানান, আমার স্ত্রী রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ীর আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে রাস্তা দিয়ে পায়ে হেঁটে বাসায় যাওয়ার সময় দ্রুতগামী স্কয়ার কোম্পানির কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার স্ত্রী আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]