36438

05/22/2025 বেইজিংয়ে চীন ও আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের বৈঠক

বেইজিংয়ে চীন ও আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

২১ মে ২০২৫ ১৫:৩৭

চীনের বেইজিংয়ে বুধবার (২১ মে) এক ত্রিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বৈঠকে অন্য দুই কূটনীতিক হলেন- চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

বৈঠকে চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি) আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণে সম্মত হন তারা।

চীনের আমন্ত্রণে ইসহাক দার সোমবার বেইজিং পৌঁছান চার দিনের সরকারি সফরে। এই ত্রিপাক্ষিক ফোরামটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং আগের বৈঠকগুলো অনুষ্ঠিত হয় বেইজিং ও কাবুলে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের পাশে রয়েছে। এর আগে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর চারদিন ধরে চলা লড়াইয়ের অবসান ঘটায় পাকিস্তান ও ভারত।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বুধবার বেইজিংয়ে একটি অনানুষ্ঠানিক ত্রিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

তারা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) জোরদার করা এবং সিপিইসি আফগানিস্তানে সম্প্রসারণের বিষয়ে সম্মত হন বলে জানানো হয়।

তিন পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সংযোগ জোরদারে ত্রিপাক্ষিক সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেন। তারা সম্মত হন, ৬ষ্ঠ ত্রিপাক্ষিক বৈঠকটি সুবিধাজনক সময়ে কাবুলে অনুষ্ঠিত হবে।

বৈঠকে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্য ও অবকাঠামোগত উন্নয়নসহ অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর নানা প্রস্তাব নিয়ে আলোচনা হয়। তারা সন্ত্রাসবিরোধী লড়াই এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এর আগে মে মাসের প্রথম দিকে আফগান তালেবান সরকার পাকিস্তান ও চীনের সঙ্গে ‘পারস্পরিক শ্রদ্ধা ও গঠনমূলক সম্পর্ক’ বজায় রাখার আহ্বান জানায়। এই বক্তব্যটি আসে পাকিস্তান ও চীনের বিশেষ দূতদের সঙ্গে আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির সাক্ষাতের পর।

এদিকে ১৫ মে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকির সঙ্গে ফোনালাপ করেন, যা তালেবান সরকারের সঙ্গে ভারতের প্রথম মন্ত্রী-পর্যায়ের সংযোগ।

এদিকে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর চীনের প্রতিরক্ষা সহযোগিতা ও প্রযুক্তিগত উন্নয়নে ভূমিকার জন্য চীনের প্রশংসা করেছেন।

ইসলামাবাদে চীনা রাষ্ট্রদূত জিয়াং জাইডং-এর সঙ্গে বৈঠকে তিনি চীনের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়েছে এবং ভবিষ্যতেও এটি আরও গভীর হবে।

বৈঠকে করপোরেট স্তরের যোগাযোগ, প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

উভয়পক্ষ আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত ও একযোগে কাজের ওপর গুরুত্বারোপ করেন এবং সর্বোচ্চ প্রস্তুতি ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

চীনা রাষ্ট্রদূত সম্প্রতি পূর্ব সীমান্তে উত্তেজনার সময় পাকিস্তান বিমান বাহিনীর দক্ষতা ও প্রতিরক্ষা দায়বদ্ধতার প্রশংসা করেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও স্থানীয় উদ্ভাবন ব্যবহারে পিএএফ এর কৌশলগত দক্ষতা প্রশংসনীয়।

তিনি প্রতিরক্ষা খাতে পাকিস্তানের স্বনির্ভরতা অর্জনের উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, দেশীয় প্রযুক্তিতে বিনিয়োগ ইতোমধ্যেই ফলপ্রসূ হতে শুরু করেছে।

চীন ভবিষ্যতেও পাকিস্তানের বিমান প্রতিরক্ষা উন্নয়নে পূর্ণ প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে বলে আশ্বাস দেন চীনা রাষ্ট্রদূত।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]