36390

05/21/2025 আরব আমিরাতের কাছে হারের পর যা বললেন লিটন

আরব আমিরাতের কাছে হারের পর যা বললেন লিটন

ক্রীড়া ডেস্ক

২০ মে ২০২৫ ১১:২৩

বাংলাদেশের দেওয়া ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহাম্মদ ওয়াসিমের ৮২ রানের ফলে মূলত জয় সহজ হয়ে যায় আরব আমিরাতের। পরবর্তীতে শেষ দিকে হায়দার আলির ৬ বলে ১৫ রানের কার্যকরী ইনিংসে ভর করে সিরিজে সমতায় ফিরেছে আমিরাত দল। এমন ম্যাচ হারের পর অবশ স্বাভাবিকভাবেই মন খারাপ পুরো দলের।

ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস বলছিলেন, ‘যে কোনো পরাজয়ই বেদনাদায়ক। তবু আমরা এই উইকেটে ভালো ব্যাটিং করেছি। উইকেট খুব ভালো ছিল। আমার মনে হয়েছে, ব্যাটিংয়ের সময় তারা শিশিরের সুবিধাটা পেয়েছে। তার পরও আমরা চেষ্টা করেছি। তবে ফিল্ডিং ও মাঝের ওভারের বোলিংয়ের আমরা কিছু ভুল করেছি।’

পরে ব্যাখা করে লিটন আরো বললেন, ‘বুঝতে হবে যে, এই ধরনের ছোট মাঠে খেলার সময় শিশিরের প্রভাব গুরুত্বপূর্ণ হতে পারে। তাই বোলিংয়ের সময় হিসেবি হতে হবে। ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানের জন্য আলাদা পরিকল্পনা করতে হবে।’

নাহিদ রানার বোলিং খুশি নন লিটন, ‘অবশ্যই (নাহিদের বোলিংয়ে প্রতিশ্রুতি ছিল)। তবে (নাহিদ) রানা এর আগে যা করেছে, তার কাছে আমাদের প্রত্যাশা আরও বেশি ছিল। ক্রিকেটে ভালো দিন, খারাপ দিন থাকবে। আমরা বসে আলোচনা করব এবং আবারও ঘুরে দাঁড়াব।’

বাংলাদেশ এবং আমিরাতের সিরিজের প্রাথমিক পরিকল্পনা ছিল দুই ম্যাচের। তবে দুই দেশের বোর্ডের আলাপ সাপেক্ষে তাতে যুক্ত হয়েছে আরও এক ম্যাচ। সিরিজ নির্ধারণী সেই ম্যাচ আগামীকাল ২১ মে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]