36147

05/12/2025 বোর্ডের অনুরোধের পরও নিজের সিদ্ধান্তে অটল কোহলি

বোর্ডের অনুরোধের পরও নিজের সিদ্ধান্তে অটল কোহলি

ক্রীড়া ডেস্ক

১১ মে ২০২৫ ১৬:৫৫

টেস্ট ক্রিকেট থেকে অবসরের গুঞ্জন নিয়ে নিরবতা ভাঙলেন বিরাট কোহলি। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি। জানিয়ে দিয়েছেন, টেস্ট ক্যারিয়ারকে আর দীর্ঘ করতে চান না। টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে এমনটাই দাবি করেছে।

কিছু দিন আগে টেস্ট থেকে অবসরের ইচ্ছার কথা বিসিসিআই কর্তাদের জানিয়েছিলেন কোহলি। এর পরই নড়েচড়ে বসেন বোর্ড কর্তারা। রোহিত শর্মার পর কোহলিও টেস্ট থেকে অবসর নেওয়ার কথা জানানোয় চিন্তায় পড়ে যান তারা। কারণ আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ রয়েছে ভারতীয় দলের।

দুই অভিজ্ঞ ব্যাটারকে ছাড়া বিদেশের মাটিতে কঠিন সিরিজ খেলা ঝুঁকির হতে পারে বলে মনে করছেন বোর্ড কর্তারা। তাই কোহলিকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও এক বার ভেবে দেখতে অনুরোধ করা হয়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সেই অনুরোধ ফিরিয়ে দিয়েছেন কোহলি।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘সপ্তাহ দুয়েক আগে প্রধান নির্বাচক অজিত আগরকরকে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানায় কোহলি। নির্বাচকরা অন্তত ইংল্যান্ড সিরিজ পর্যন্ত খেলা চালিয়ে যেতে অনুরোধ করেছিলেন কোহলিকে। কিন্তু নিজের সিদ্ধান্তেই অনড় রয়েছেন কোহলি। আগামী সপ্তাহে দল নির্বাচনী সভার আগেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে দেবে।’

অস্ট্রেলিয়া সফরের সময়ই কোহলি একাধিকবার সতীর্থদের অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। আইপিএলের মাঝে একই বার্তা দিয়েছেন বোর্ডকে। টেস্ট ক্রিকেটে দীর্ঘ দিন ধরে প্রত্যাশা মতো পারফর্ম করতে পারছেন না কোহলি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]