36079

05/09/2025 আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ

আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

৮ মে ২০২৫ ১৮:৫৪

আওয়ামী লীগের ক্লিন ইমেজধারী কর্মীরাও বিএনপি’র সদস্য হতে পারবেন বলে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেছেন, যে বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বৃহস্পতিবার (৮ মে) প্রতিবাদ জানিয়ে দেওয়া এক বিবৃতিতে রিজভী এসব কথা বলেন।

এতে বলা হয় রুহুল কবির রিজভী নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, যারা দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের আমলের আগেই দল থেকে চলে গেছেন এবং আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট, টাকা পাচারের বিরুদ্ধাচরণ করেছেন, তারা যোগ দিতে পারেন। আমরা চাচ্ছি, সমাজের যারা সজ্জন মানুষ, একদম ভদ্র মানুষ, যারা হয়তো অবসরে গেছেন, অন্তরে জাতীয়তাবাদী রাজনীতি লালন করতেন; তিনি একজন শিক্ষক হতে পারেন, ব্যাংকার হতে পারেন, সরকারি কর্মকর্তা হতে পারেন, এনজিও কর্মকর্তা হতে পারেন, কৃষক ও শ্রমিক হতে পারেন, তারাও প্রাথমিক সদস্য হতে পারবেন। এক্ষেত্রে বিএনপি’র আদর্শে বিশ্বাসী মানুষরাই বিএনপির প্রাথমিক সদস্য হতে পারবেন।

রিজভী বলেন, অথচ আমার বক্তব্য বিকৃত করে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমার সঠিক বক্তব্য তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]