36061

05/09/2025 জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির খসড়া অধ্যাদেশ বাতিলের দাবি

জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির খসড়া অধ্যাদেশ বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক

৮ মে ২০২৫ ১৫:১০

জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির খসড়া অধ্যাদেশকে দেশের রাজস্ব ব্যবস্থা ও রাজস্ব প্রশাসনে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টিকারী এবং রাষ্ট্রের সামগ্রিক অর্থনীতির জন্য ক্ষতিকর উল্লেখ করে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ) এবং ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন (ডিটিবিএ)।

বৃহস্পতিবার (৮ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ) এবং ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন (ডিটিবিএ) আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জাতীয় রাজস্ব বোর্ড শত বছরের পুরোনো একটি প্রতিষ্ঠান। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাজস্ব সংগ্রহ ও প্রশাসনের জন্য একটি স্বাধীন ও স্বতন্ত্র রাজস্ব কর্তৃপক্ষ থাকা অত্যাবশ্যক। বিশ্বের প্রায় সব দেশেই এই ধরনের সংস্থা বিদ্যমান যা রাজস্ব ব্যবস্থাপনায় পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করে।

তারা বলেন, সম্প্রতি প্রণীত একটি খসড়া অধ্যাদেশে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে। এই অধ্যাদেশটি বাস্তবায়িত হলে, বাংলাদেশের স্বতন্ত্র রাজস্ব সংস্থাটি বিলুপ্ত হবে, যা রাজস্ব ব্যবস্থাপনার ক্ষেত্রে এক গভীর শূন্যতা সৃষ্টি করবে এবং দেশের রাজস্ব ব্যবস্থার অপূরণীয় ক্ষতি হবে। এনবিআরকে সংস্কার করে আরও শক্তিশালী করা প্রয়োজন। সেটা না করে উল্টো পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। এর ফল কখনোই দেশের জন্য মঙ্গলজনক হবে না।

তারা বলেন, আমরা কর আইনজীবীরা বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার প্রধান অংশীজন, অথচ আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মতবিনিময় করা হয়নি। অংশীজনদের মতামত ছাড়া, কোনো ধরনের গবেষণা ছাড়া তড়িঘড়ি করে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির খসড়া অধ্যাদেশ, উপদেষ্টা পরিষদ কার স্বার্থে অনুমোদন দিল এটা জাতি জানতে চায়। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনাসংক্রান্ত খসড়া অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে, বাতিল চাই।

আমরা প্রয়োজনীয় সব সংস্কারের পক্ষে, রাজস্ব বোর্ড বিলুপ্তির পক্ষে নই বলেও মন্তব্য করেন তারা। প্রয়োজনে আয়কর নীতি বিভাগকে সংস্কার করে আরও শক্তিশালী করা যেতে পারে বলেও অভিমত জানান তারা।

তারা বলেন, জাতীয় রাজস্ব বোর্ড কোনো ব্যর্থ প্রতিষ্ঠান নয়। রাজস্ব বোর্ড বিলুপ্তির কারণ সম্পর্কে জাতি অবহিত নহে। এমতাবস্থায় জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত না করে রাজস্ব সংস্কারের সবচেয়ে প্রয়োজনীয় কার্যক্রম, যেমন টেকসই রাজস্বনীতি প্রণয়ন, রাজস্ব বিষয়ক আইনসমূহ প্রয়োজনীয় সংশোধন, রাজস্ব ব্যবস্থাপনার আধুনিকায়ন ও অটোমেশন, জাতীয় রাজস্ব বোর্ডের প্রাতিষ্ঠানিক সামর্থ্য বৃদ্ধিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারকে উদ্যোগ গ্রহণ করার জন্য পরামর্শ দিচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, বাংলাদেশ ট্যাক্স ল'ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজ উদ্দিন আহমেদ, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ এইচ এম মাহাবুবুস সালেকীন প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]