341

05/19/2024 পিরোজপুরে কোয়ারেন্টাইনে রাখা নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

পিরোজপুরে কোয়ারেন্টাইনে রাখা নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

পিরোজপুর প্রতিনিধি

১০ এপ্রিল ২০২০ ১৭:৫৮

পিরোজপুরে ২৭ ব্যাক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা নিয়ে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে স্থানীয় ‍ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পুলিশ ও সাংবাদিকসহ প্রায় ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে বলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাটাপিটানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঐই ২৭ জন ব্যাক্তি নারায়নগঞ্জ থেকে পিরোজপুরে এসেছেন। তারা একটি ট্রলারে করে পিরোজপুরের বলদিয়া ইউনিয়নে আসেন। এ খবর পেয়ে নেছারাবাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার আবদুল্লাহ আল মামুন বাবু ওই লোকদের কোনও একটি বিদ্যালয়ে কোয়ারেন্টিনে রাখার জন্য বলদিয়া ইউপি চেয়ারম্যান শাহিন আহমেদকে নির্দেশ দেন।

বলদিয়া ইউপি চেয়ারম্যান মো. শাহিন আহমেদ ও নেছারাবাদ থানার উপপরিদর্শক আল মামুনসহ একদল পুলিশ কাটাপিটানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নিয়ে ওই এলাকায় যান। কিন্তু সরকারি এ সিদ্ধান্ত মানতে আপত্তি জানায় বলদিয়া ইউনিয়নের কাটাপিটানিয়া গ্রামের লোকরা। পরে ওই এলাকার ইউপি সদস্য সুখলাল ঢালী ও রনজিৎ বেপারীর নেতৃত্বে স্থানীয়রা তাদের ওপর চড়াও হয়। এ সময় ওই এলাকার কয়েকশ’ মানুষ লাঠিসোটা নিয়ে চেয়ারম্যান ও পুলিশের ওপর হামলা চালায়।

এ বিষয় স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘তাদের কোয়ারেন্টিনে রাখার চেষ্টা করছি। কিন্তু কিছু না বুঝেই কাটাপিটানিয়া গ্রামের মানুষকে উত্তেজিত করে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে।’

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন বাবু বলেন, গত কয়দিনে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ট্রলারে করে বহু লোক বাড়িতে পালিয়ে আসছে। এ কারণে লোকগুলোকে একটি নিরাপদ দূরত্বে কোয়ারেন্টিনে রাখার চেষ্টা করছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]