3407

05/15/2024 করোনার সব রেকর্ড ভাঙলো ভারত, একদিনে ১ লাখ ৫২ হাজার আক্রান্ত

করোনার সব রেকর্ড ভাঙলো ভারত, একদিনে ১ লাখ ৫২ হাজার আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

১১ এপ্রিল ২০২১ ১৮:১৭

করোনাভাইরাসে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতে। সব রেকর্ড ভেঙে দেশটিতে একদিনেই ১ লাখ ৫২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এক বছরেরও বেশি সময় ধরে চলমান মহামারিতেই এটাই কোভিড আক্রান্তের সবচেয়ে বড় পরিসংখ্যান।

রোববার (১১ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৫২ হাজার ৮৭৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন ৮৩৯ জন। যা গত ১৬ অক্টোবরের পর দেশটিতে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯০ হাজার ৫৮৪ জন। এই সময়ে ১৪ লাখ ১২ হাজার ৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশটিতে ২৫ কোটি ৬৬ লাখ ২৬ হাজার ৮৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতে আজ থেকে টিকা উৎসব শুরু হয়েছে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন।

দৈনিক সংক্রমণ ১ লাখ পেরোনোর ৫ম দিন পার করল ভারত। আজকের পরিসংখ্যান গতকালের চেয়ে ৫ শতাংশ সংক্রমণ বাড়ার তথ্য দিল। শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল দেশটিতে ১ লাখ ৪৫ হাজার ৩৮৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে দেশটিতে ১ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৮০৫ জন করোনা আক্রান্ত হলেন। মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৩০৫ জনে। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ২০ লাখ ৮১ হাজার ৪৪৩ জন। দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১১ লাখ ৮ হাজার ৫৭। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৮ হাজার ৯৪৪ জন।

ভারতে করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্নাটক, উত্তরপ্রদেশ এবং কেরালা। দেশটির মোট সংক্রমণের ৭২ দশমিক ২৩ ভাগই এই পাঁচ রাজ্যের।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]