33094

01/12/2026 আমিরকে বৃদ্ধ বলে সম্বোধন, জবাবে যা বললেন নায়ক

আমিরকে বৃদ্ধ বলে সম্বোধন, জবাবে যা বললেন নায়ক

বিনোদন ডেস্ক

৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৬

আগামী মাসেই বয়স ৬০ বছর পূর্ণ হবে বলিউড নায়ক আমির খানের। কিন্তু নিজের বয়স মানতে যেন নারাজ মিস্টার পারফেকশনিস্ট। নায়ক মনে করেন, বয়স তার কাছে সংখ্যা মাত্র! সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বয়স নিয়ে এমনটাই জানালেন আমির।

কিন্তু সেই সাক্ষাৎকারে এক সাংবাদিক ‘৬০ বছরের বৃদ্ধ’ বলে সম্বোধন করেন আমির খানকে। সঙ্গে সঙ্গে জবাবও দেন নায়ক। শুধু তাই নয়, নিজের বয়স নাকি এখনও ১৮- এমনও দাবি করেন!

অনুষ্ঠানে সেই সাংবাদিক বলেছিলেন, ‘আমির আপনার ৬০ বছর বয়স হয়ে গেছে।’ এই শুনে চমকে যান আমির। জবাবে বলেন, ‘আচ্ছা! আমি তো ভুলেই গিয়েছিলাম। মনে করিয়ে দিলেন! আমার সবে ১৮ বছর বয়স হবে।’

তখন সেখানে উপস্থিত অভিনেতা আলি ফজল বলে ওঠেন, ‘আমিরের বয়স আসলে পেছনের দিকে এগোচ্ছে।’সে জবাবে আমির খান বলেন, ‘হ্যাঁ আমার সেই চেষ্টাই রয়েছে। বয়স তো একটা সংখ্যা মাত্র। আমার জন্য আমার বয়স মাত্র ১৮।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]