3263

05/19/2024 একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

স্বাস্থ ডেস্ক

৪ এপ্রিল ২০২১ ২২:৩৭

দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ৮৭ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছেন আরও ৫৩ জনের।

রোববার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, একদিনে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৭২৪ জনের। এতে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৮৭ জনের। পরীক্ষার অনুপাতে শনাক্ত হয়েছে ২৩ দশমিক ০৭ শতাংশ। এ নিয়ে এ পর্যন্ত দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে আরও ৫৩ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ২৬৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭০৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৫ লাখ ৫২ হাজার ৪৮২ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]