3248

05/19/2024 ইতালিতে তিন দিনের কঠোর লকডাউন

ইতালিতে তিন দিনের কঠোর লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক

৪ এপ্রিল ২০২১ ১৬:৫২

ইতালিতে করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ে দৈনিক ২০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। ভাইরাসটির ভয়াল থাবা ঠেকাতে দেশটিতে ফের তিন দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। সব অঞ্চলে ‘রেড জোন’ জারি করা আছে। অপ্রয়োজনীয় চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে ইস্টারে জনসাধারণ নিজ নিজ বাড়িতে দুজন একসাথে খাওয়া-দাওয়া করতে পারবে।

এদিকে প্রার্থনালয়গুলো খোলা থাকলেও পুণ্যার্থীদের নিজ নিজ অঞ্চলে সেবা নিতে বলা হয়েছে। দ্বিতীয় বছরের মতো, পোপ ফ্রান্সিস জনমানব শুন্য সেন্ট পিটার্সবার্গে ইস্টার বার্তা দেবেন।

ইতালিতে এ পর্যন্ত ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। ৩ কোটি ৬ লাখ ২৯ হাজার মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন ও প্রাণ হারিয়েছেন প্রায় ৩০ জন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]