3217

05/18/2024 বাংলাদেশকে বিশ্বকাপ জিতিয়েই অবসরে যাবেন সাকিব

বাংলাদেশকে বিশ্বকাপ জিতিয়েই অবসরে যাবেন সাকিব

ক্রীড়া ডেস্ক

২ এপ্রিল ২০২১ ১৫:৪৩

বাংলাদেশ দলকে বিশ্বকাপ না জিতিয়ে অবসরে যাচ্ছেন না বলে জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে ফেসবুক লাইভে এক সাক্ষাতকার দেয়ার সময় সঞ্চালকের এক প্রশ্নের জবাবে একথা বলেন সাকিব।

লাইভে সাকিব আল হাসান-কে প্রশ্ন করা হয়, ‘বাংলাদেশ বিশ্বকাপ জিতবে কবে?’ জবাবে সাকিব বলেন, ‘২০২৩।’ সঙ্গে সঙ্গে সঞ্চালক প্রশ্ন করেন, ‘কেনো?’ সাকিব উত্তর দেন, ‘আমার শেষ বিশ্বকাপ।’

সঞ্চালক হাসতে হাসতে বলেন, ‘এটা রেকর্ড হচ্ছে। ২০২৩ সালে আমরা বিশ্বকাপ জিতবো। যদি না জিতি তাহলে ক্লিপটা ছেড়ে দিতে হবে।’

এরপরই সাকিব বলেন, ‘না জিতলে ২০২৭ পর্যন্ত খেলবো।’

সঞ্চালক যোগ করেন, ‘বিশ্বকাপ জিতিয়েই আপনি অবসরে যাবেন।’

সাকিব বলেন, ‘ইন শা ল্লাহ’।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে অবস্থান করছেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ক্যাম্পে যোগ দেয়ার আগে ১৪ দিনের কোয়ারেন্টিনে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা।

আজ শুক্রবার (২ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় কলকাতা নাইট রাইডার্সের ইনস্টাগ্রামে লাইভ হবেন তিনি।

এক ভিডিও বার্তায় সাকিব আল হাসান বলেন, ‘কেকেআরের ফ্যানসরা কেমন আছেন? নিশ্চয়ই অনেক এক্সাইটেড, আমিও এক্সাইটেড কেকেআরে আবারও যোগ করতে পেরে। ইনস্টাগ্রাম লাইভে আমার সঙ্গে যুক্ত হোন। আমার জন্য প্রশ্ন তৈরি করুন। চেষ্টা করবো বেশিরভাগ উত্তর দেয়ার। দেখা হচ্ছে দ্রুত।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]