32073

02/13/2025 টানা দুই জয়ে সিরিজ ড্র করল বাংলাদেশ

টানা দুই জয়ে সিরিজ ড্র করল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

৯ জানুয়ারী ২০২৫ ১৯:১০

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে লিড নিয়েছিল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। তবে তৃতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। সিরিজ বাঁচাতে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে লঙ্কান মেয়েদের ২১ রানে হারিয়েছে টাইগ্রেসরা। এই জয়ে ২-২ এ সিরিজ ভাগাভাগি করল দুই দল।

আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। সর্বোচ্চ ২৪ রান করেছেন জান্নাতুল। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল।

লক্ষ্য তাড়ায় প্রথম বলেই রানআউট হন সাঞ্জানা কাভিন্দি। পরের ওভারে ডাক খেয়ে ফেরেন ভিমোকশা বালাসুরিয়া। শুরুতেই ব্যকফুটে যাওয়া লঙ্কান মেয়েরা আর ঘুরে দাঁড়াতে পারেনি।

অধিনায়ক মানোদি নানায়াক্কারা ২৬ বলে ২৫ রান করে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেছেন। তাছাড়া হিরুনি হানসিকা খেলেন ২৯ বলে ৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। তবে তার এমন ইনিংস কেবলই ব্যবধান কমিয়েছে।

এর আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। প্রথম ৪ ওভারে ৩৯ রান করে ফেলে তারা। তবে মিডল অর্ডার ব্যর্থ ছিল। শেষদিকে ষষ্ঠ উইকেটে ৪১ বলে ৩৭ রানের জুটি গড়েন জান্নাতুল মাওয়া ও আফিয়া আসিমা। আফিয়া এবার ২৩ বলে করেন ২১ রান। জান্নাতুল খেলেন ২৭ বলে ২৪ রানের ইনিংস।

# মির্জা সাইমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]