3138

05/20/2024 রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

জেলা সংবাদদাতা, রাজশাহী

২৭ মার্চ ২০২১ ২৩:১১

রাজশাহীর কাটাখালীতে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের পর আগুনে পুড়ে ১৭ জন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ মার্চ) বেলা ২টার দিকে রাজশাহী নগরের বেলপুকুর থানার মাহিন্দ্র বাইপাস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. আবদুর রহিম (৩৫)। তিনি পুঠিয়া উপজেলার বাড়ইপাড়া এলাকার মো. ফজলুল হকের ছেলে। তিনি কেটিসি হানিফ পরিবহনের বাসচালক।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস বলেন, ওই ঘটনার পর শুক্রবার রাতে কেটিসি হানিফ বাসের চালককে একমাত্র আসামি করে মামলা করেন কাটাখালী থানার উপপরিদর্শক নূর মোহাম্মদ। বাসচালক পলাতক ছিলেন। শনিবার দুপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]