30586

01/11/2026 নয়াদিল্লি ও লন্ডনের প্রেস মিনিস্টার হলেন দুই সাংবাদিক

নয়াদিল্লি ও লন্ডনের প্রেস মিনিস্টার হলেন দুই সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর ২০২৪ ১৩:৩২

ভারতের নয়াদিল্লি ও যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে দুই সাংবাদিককে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরমধ্যে ফয়সাল মাহমুদকে নয়াদিল্লি এবং আকবর হোসেন মজুমদারকে লন্ডনে নিয়োগ দেওয়া হয়েছে।

এদের মধ্যে আকবর হোসেন বিবিসির ঢাকা ব্যুরোর জ্যেষ্ঠ সাংবাদিক ছিলেন।

রোববার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

তাদের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে দুই বছর।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]