30071

01/24/2025 আমার হোয়াইট হাউস ছেড়ে যাওয়া উচিত হয়নি : ট্রাম্প

আমার হোয়াইট হাউস ছেড়ে যাওয়া উচিত হয়নি : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

৪ নভেম্বর ২০২৪ ১৬:১৭

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এবং তারপর মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস ত্যাগের স্মৃতি স্মরণ করে নিয়ে আফসোস জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, সেই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে কারচুপির যে অভিযোগ ট্রাম্প তুলেছিলেন, তা পুর্নব্যক্তও করেছেন তিনি।

রোববার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লিটিৎজ শহরে আয়োজিত এক প্রচারণা সভায় ট্রাম্প বলেন, “ডেমোক্রেটিক পার্টি হলো একটি দুর্নীতি-কারচুপির মেশিন। ২০২০ সালের নির্বাচনে শুধু তাদের কারচুপির কারণে আমাদের পরাজিত হতে হয়েছিল।”

“আসলে আমার হোয়াইট হাউস ছেড়ে যাওয়া উচিত হয়নি। মানে, সত্যিকার অর্থেই আমরা ভালো করছিলাম…একটা কারচুপির ফলাফল আমরা মেনে নিলাম, আর চোখের সামনে দেখলাম— চার বছরে কীভাবে একটু একটু করে একটি মহান দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হলো।”

২০২০ সালের নির্বাচনে সাধারণ বা পপুলিস্ট এবং ইলেকক্টোরাল কলেজ— উভয় ভোটেই ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের থেকে পিছিয়ে থাকায় পরাজিত হন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচনের ফলাফল মেনে নেননি তিনি। ডেমোক্রেটিক পার্টি ‍নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন তিনি, এমনকি ভোট পুনর্গণনা ও ফলাফল পরিবর্তনের দাবি জানিয়ে বেশ কয়েকটি আদালতে মামলাও করেন তিনি।

এদিকে ২০২১ সালের ৬ নভেম্বর বাইডেনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে যে বিশেষ অধিবেশন বসেছিল, সেখানে হামলা চালিয়েছিল কয়েক শ উগ্র ট্রাম্প সমর্থক। এ হামলার উসকানি দাতা হিসেবে ট্রাম্পের বিরুদ্ধেও মামলা করেছিল বাইডেন প্রশাসন।

তবে গত বছর সেই মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আর নির্বাচনের ফলাফল পরিবর্তনের দাবিতে যেসব মামলা করেছিলেন ট্রাম্প, সেগুলো খারিক করা হয়েছে ২০২২ সালে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]