29699

05/01/2025 শর্ত সাপেক্ষে মিডিয়া পল্লীর ২৪ প্লট বরাদ্দের সিদ্ধান্ত বহাল

শর্ত সাপেক্ষে মিডিয়া পল্লীর ২৪ প্লট বরাদ্দের সিদ্ধান্ত বহাল

আদালত প্রতিবেদক

২৪ অক্টোবর ২০২৪ ১৩:১৮

তেজগাঁও শিল্প এলাকায় মিডিয়া পল্লীর ২৪ প্লট বরাদ্দের সিদ্ধান্ত শর্ত সাপেক্ষে বহাল রেখেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসান সুমনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে প্লট মালিকদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আইনজীবীরা জানান, তেজগাঁও শিল্প এলাকায় মিডিয়া পল্লীতে চ্যানেল আই, বাংলাভিশন, রোববার পাবলিকেশন্স, যায়যায়দিন সহ বিভিন্ন মিডিয়ার নামে বরাদ্ধ করা প্লট রয়েছে।

২০১১ সালে হাইকোর্টের তৎকালীন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মিডিয়া পল্লীতে প্লট বরাদ্দের বৈধতা প্রশ্নে রুল জারি করেন। সেই রুলের চূড়ান্ত শুনানি আজ হাইকোর্ট রায় দিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]