29231

11/01/2025 ‘সবাইকে নিয়েই হতে হবে রাষ্ট্র সংষ্কার’

‘সবাইকে নিয়েই হতে হবে রাষ্ট্র সংষ্কার’

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৮

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, “জাতিকে বিভক্ত করে সংস্কার করা যাবে না, সবাইকে নিয়েই হতে হবে রাষ্ট্র সংষ্কার।”

সোমবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

জাকের পার্টি ছাত্রফ্রন্ট এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে আলোচনার মূল বিষয় ছিল, রাষ্ট্র সংষ্কার, রাজনীতির গুণগত পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টি।

জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি আগামী নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে ইভোটিং এ ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে স্বাধীন মিডিয়া কমিশন গঠনসহ ১৬ দফা দাবী জানিয়েছে জাকের পার্টি ছাত্রফ্রন্ট।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]