27542

01/30/2026 সন্তান নিয়ে বড় সিদ্ধান্ত দীপিকার!

সন্তান নিয়ে বড় সিদ্ধান্ত দীপিকার!

বিনোদন ডেস্ক

২৮ জুলাই ২০২৪ ১২:৩৫

চলতি বছরের সেপ্টেম্বরে দীপিকা পাড়ুকোনের কোলজুড়ে আসবে নতুন অতিথি। শুরু হয়ে গেছে তাকে বরণের সাজসাজ রব। এবার জানা গেল আনাগত সন্তান নিয়ে অভিনেত্রীর বড় ধরনের সিদ্ধান্তের কথা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শোনা যাচ্ছে সন্তান জন্ম নেওয়ার পর নাকি বেশ কিছুটা লম্বা সময় কাজে ফিরবেন না দীপিকা। এখানেই শেষ নয়, বলিউডে ট্রেন্ড হলো বাচ্চার জন্য ন্যানি রাখা। তবে দীপিকার ঘনিষ্ঠ জানান, ন্যানি রাখার ঘোরবিরোধী তিনি। বাকি সেলেব মায়েদের পথে না হেঁটে সন্তানের কাজ তিনি নিজেই করতে চান।

বছরের মার্চ মাসে মা হওয়ার ঘোষণা দেন দীপিকা। তখন থেকেই চলেছে আলোচনা। নেটিজেনদের বড় অংশের বিশ্বাস ছিল, দীপিকা সত্যিই মা হচ্ছেন না। বলিপাড়া জুড়ে যা রটেছে তা আদপে ছবির গিমিক। তবে না, এ খবর সত্য নয়। সত্যি মা হবেন তিনি। হাতে যে আর সময় নেই। সেপ্টেম্বরেই আসবে সন্তান।

এদিকে গর্ভে সন্তান নিয়েও কাজ করে গেছেন দীপিকা। অভিনয় করেছিলেন কল্কি সিনেমায়। অন্তঃসত্তা নারীর চরিত্রে দেখা গেছে তাকে। এতে আরও অভিনয় করেছেন প্রভাস, অমিতাভ বচ্চন প্রমুখ। এরইমধ্যে হাজার কোটির ঘর ছাড়িয়েছে ছবিটি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]