26501

08/02/2025 বীর মুক্তিযোদ্ধা ডা. জামাল উদ্দিন আর নেই

বীর মুক্তিযোদ্ধা ডা. জামাল উদ্দিন আর নেই

নিজস্ব প্রতিবেদক

২৪ জুন ২০২৪ ১৩:২২

না ফেরার দেশে চলে গেছেন বীর মুক্তিযোদ্ধা ডা. জামাল উদ্দিন খলিফা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সাবেক পরিচালক ছিলেন। এছাড়াও তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (২৪ জুন) ভোর ৪টা ৫০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জামাল উদ্দিন খলিফার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

শোক বার্তায় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ডা. জামাল উদ্দিনের মৃত্যুতে বিএসএমএমইউ পরিবার গভীরভাবে শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছি এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

এদিকে বীর মুক্তিযোদ্ধা ডা. জামাল উদ্দিনের নামাজে জানাজা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। নামাজের জানাজায় বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, ব্রাদার, টেকনোলজিস্ট, কর্মচারীরা অংশ নেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]