25178

01/29/2026 অর্থকষ্টের কারণে ফ্ল্যাট ভাড়া দিলেন মালাইকা!

অর্থকষ্টের কারণে ফ্ল্যাট ভাড়া দিলেন মালাইকা!

বিনোদন ডেস্ক

১৮ মে ২০২৪ ১২:৫৪

বয়সে ছোট অর্জুনের প্রেমের টানে স্বামী আরবাজের ঘর ছাড়ে মালাইকা অরোরা। বেশ কয়েক বছর আগের কথা। এরমধ্যে ফের বিয়ে করে সংসারী হয়েছেন পর্দার মুন্নির প্রাক্তন আরবাজ খান। অন্যদিকে প্রেমিকের সঙ্গে এক ছাদের নিচে থাকলেও বাঁধা পড়েননি কাগজে-কলমে। এবার উঠেছে নতুন গুঞ্জন। অর্থকষ্টে ভুগছেন আইটেম গার্ল। দিয়েছেন ফ্ল্যাট ভাড়া।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের পালি হিলস্-এর ফ্ল্যাটটি ভাড়া দিলেন মালাইকা। ভাড়াটিয়া মু্ম্বাইয়ের খ্যাতনামা পোশাকশিল্পী কশিশ হন্স। ভাড়া বাবদ তাকে মাসে গুনতে হবে দেড় লক্ষ রুপি।

এদিকে ফ্ল্যাট ভাড়া দেওয়ার খবর চাউর হতেই কানাকানি চলছে। মালাইকা অর্থকষ্টে ভুগছেন। সেকারণেই ভাড়া দিলেন পছন্দের ফ্ল্যাট। এমনটা ভাবছেন অনেকে। তবে এ নিয়ে কথা বলেননি মালাইকা।

অনেকের ধারণা বেশ স্বচ্ছল আছেন মালাইকা। কেননা মোটা টাকা আয় করেন তিনি। সিনেমার থেকে এখন বেশি তাকে দেখা যায় টেলিভিশনের পর্দায় বিভিন্ন রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে। নেহাত কম টাকা পারিশ্রমিক নেন না অভিনেত্রী। একাধিক ফ্ল্যাট থাকায় এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা তাদের।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]