25049

01/30/2026 আবারও তাপপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা

আবারও তাপপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা

জেলা সংবাদদাতা, চুয়াডাঙ্গা

১৪ মে ২০২৪ ১৭:১৮

চুয়াডাঙ্গায় আবারও শুরু হয়েছে তাপপ্রবাহ। টানা ৭ দিন তাপ কম থাকার পর এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদুতাপপ্রবাহ।

আজ মঙ্গলবার (১৪ মে) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বৃষ্টিপাতের পর চুয়াডাঙ্গায় কিছুদিন তাপমাত্রা কম ছিলো। আবারও এ জেলার ওপর দিয়ে মৃদুতাপ প্রবাহ বয়ে যাচ্ছে। বেলা ১২ টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এসময় বাতাসের আদ্রতা ছিলো ৪৬ শতাংশ।

তাপমাত্রা আরও বেড়ে বিকাল ৩ টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং এসময় বাতাসে আদ্রতার পরিমান ছিলো ৪৬ শতাংশ। বাতাসে আদ্রতার পরিমান বেশি থাকার কারণে প্রচুর ঘাম হচ্ছে এবং গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]