2445

05/16/2024 ফ্রান্সে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

ফ্রান্সে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

২ নভেম্বর ২০২০ ০০:৫৯

মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ফ্রান্সের পতাকায় আগুন দেয়ার পাশাপাশি জুতা নিক্ষেপ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

রোববার (০১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় এক বিক্ষোভ সমাবেশে ফ্রান্সের পতাকায় অগ্নিসংযোগ ও জুতা নিক্ষেপ করে দলটি।

বিক্ষোভ মিছিল থেকে ‘ইহুদিদের গালে গালে, জুতা মার তালে তালে’, ‘নবীর প্রতি অবমাননা, চলবে না চলবে না’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার নবী আমার জান’, ‘আমার জান আমার প্রাণ, নবী (সা.)’, ‘ফ্রান্সের পণ্য, বয়কট বয়কট’ ইত্যাদি স্লোগান দেয়া হয়।

স্লোগান চলার এক পর্যায়ে কয়েকজন যুবক ফ্রান্সের পতাকায় আগুন ধরিয়ে দেন। এরপর স্লোগান দিয়ে আরও কয়েকজন ফ্রান্সের পতাকায় লাথি মারেন এবং জুতা নিক্ষেপ করেন।

বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন, সাম্প্রদায়িক জঙ্গি রাষ্ট্র ফ্রান্সের প্রেসিডেন্ট নবীজির সম্মানের ওপর আঘাত হানতে যে ব্যঙ্গচিত্র প্রকাশ ও প্রচারের উদ্যোগ নিয়েছেন, আমরা তার প্রতিবাদে রাস্তায় নেমেছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]