কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে বিল্লাল হোসেন (২৬) নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল তেঁতুলতলা সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি সংকুচাইল বিওপির কামান্ডার ফারুক কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত বিল্লাল হোসেন রাজাপুর ইউনিয়নের লড়িবাগ এলাকার আলী আহম্মদের ছেলে।
স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন জানান, বিল্লাল হোসেন ভারত থেকে অবৈধ পথে আসা চিনি ও অন্যান্য পণ্য ওঠা-নামার শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার রাত ৮টার দিকে তেঁতুলতলা সীমান্ত দিয়ে আসা চিনি নামানোর সময় বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিজিবি সংকুচাইল বিওপির কামান্ডার ফারুক কামাল বলেন, আমরা ঘটনা শুনে ঘটনাস্থলে যাওয়ার আগেই আহত ব্যক্তিকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমরা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে পারব না।
 
        
      