2437

05/18/2024 আরেকটি বিশ্ব রেকর্ডের পথে গেইল

আরেকটি বিশ্ব রেকর্ডের পথে গেইল

ক্রীড়া ডেস্ক

২৮ অক্টোবর ২০২০ ০০:৩১

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ‘ইউনিভার্স বস’ হিসেবেই বেশ পরিচিত ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলেন তিনি। এজন্য তাকে ক্রিকেটের ফেরিওয়াল হিসেবেও ডাকা হয়।

ক্যারিবীয় এ ব্যাটিং দানব ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ হাজার ছক্কার রেকর্ড গড়ার পথে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলছেন গেইল।

তার দল ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ পজিশনে থেকে প্লে অফ চূড়ান্ত করার অপেক্ষায়। গ্রুপপর্বে নিজেদের পরের দুই ম্যাচে রাজস্থান রয়েলস ও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয় পেলেই তাদের প্লে অফ নিশ্চিত, অন্তত এক ম্যাচে জিতলেও রান রেটে এগিয়ে থাকলে সুপার ফোরে যেতে পারবে পাঞ্জাব।

এই দুই ম্যাচেই হয়তো সেই মাইলফলক স্পর্শ করবেন গেইল। এজন্য তাকে আর মাত্র ৭টি ছক্কা হাঁকাতে হবে। তাহলেই ক্রিকেট ইতিহাসে প্রথম ১ হাজার ছক্কার রেকর্ড গড়বেন তিনি। ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টিতে ইতিমধ্যে ৪০৯ ম্যাচে অংশ নিয়ে ১ হাজার ৩৫টি চার ও ৯৯৩ ছক্কায় রেকর্ড সর্বোচ্চ ১৩ হাজার ৪৭৩ রান সংগ্রহ করেছেন গেইল। বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন এ তারকা ব্যাটসম্যান।

আন্তর্জাতিক ক্রিকেটে গেইল দেশের হয়ে ১০৩টি টেস্ট, ৩০১টি ওয়ানডে আর ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ৪২টি সেঞ্চুরির সাহায্যে ১৯ হাজার ৩২১ রান সংগ্রহ করেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]