24288

05/19/2024 হাইকোর্টের রায় জালিয়াতির মামলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

হাইকোর্টের রায় জালিয়াতির মামলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

জেলা সংবাদদাতা,মাদারীপুর

১৭ এপ্রিল ২০২৪ ১৯:১৭

হাইকোর্টের রায় জালিয়াতির মামলায় মাদারীপুর জেলার শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে শিবচর থানা পুলিশের সহায়তায় শাহবাগ থানা পুলিশের টিম তাকে গ্রেপ্তার করে। শিবচর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, হাইকোর্টের একটি রায়ের কপি নিয়ে জালিয়াতি করার অভিযোগে করা মামলায় শিবচর থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শাহবাগ থানায় ২০২৪ সালের ১৫ এপ্রিল মামলাটি করা হয়।

রুহুল আসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা এলাকার মুন্সী বদর উদ্দিন আহমেদের ছেলে। তিনি শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। গ্রেপ্তারের পর রাতেই তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, হাইকোর্টের একটি রায় জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]